Posts

Showing posts from November, 2022

98t7yrdsd

এলোমেলো চুল... শরীরে বিছানার চাদর জড়িয়ে... ফ্লোরের এক কোণে খুটিশুটি করে বসে.. হাটুর উপর মাথা নিচু রেখে কাঁদছে আলো।। | কাঁদবেই না কেনো?? গত রাতে যে আলোর সাথে খুব খারাপ কিছু হয়ে গেছে। একটা অবিবাহিত মেয়ের যে **সতীত্ব** হরন হয়েছে.. জোর পূর্বক। সেই রাত থেকেই একভাবে বসে মেয়েটা কাঁদছে। | আর ঐদিকে আলোর কান্নার শব্দ ভোরের কানে ভেসে গেলো আর ঘুমটা ভেঙ্গে গেলো। | ভোর মাথাটা উঠাতে পারছে না... তার মাথাটা প্রচন্ড ভারী লাগছে। গতকাল রাতে সে পুরো ড্রাংক ছিল। তারপরও কষ্ট করে উঠে বসলো। উঠে ভালোভাবে চারদিকটা চোখ বুলিয়ে দেখে নিলো। তারপর চোখ আটকে গেলো... ফ্লোরে বসে কান্না করা আলোর দিকে। কিন্তু বুঝতে পারছে না। মেয়েটা কে?? যেহেতু আলোর মাথা নিচু করা আর শরীর বেড শীট জড়ানো। তবুও জিজ্ঞেস করল... ভোরঃঃ কে কাঁদছে ওখানে?? | আরও ২ বার বললো কিন্তু কোনো সারা না পাওয়াতে এবার উঠে আলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বললো... ভোরঃঃ কি হলো?? কে আপনি?? | এবার আলো মাথাটা একটু উঁচু করল। সাথে সাথে ভোর জিজ্ঞেস করল... ভোরঃঃ কি ব্যাপার আলো?? আপনি এখানে এভাবে বসে কাঁদছেন কেন?? | আলোঃঃ নিশ্চুপ.... | ভোরঃঃ কি হলো... বলুন কাঁদছেন কেন?? আর আ...